• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি সম্পন্ন

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২২, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির লটারি সম্পন্ন হয়েছে। ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী ১২০ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জনের বাইরে ওয়েটিং শিক্ষার্থী হিসেবে ১০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি না হলে খালি সিট হিসে ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থীদের বিবেচনা করা হবে।
২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় ১২০ জন সিটের বিপরীতে ২৬৫ জন শিক্ষার্থী ভর্তি ফরম তুলেছেন। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১২০ সিটের মধ্যে ৬০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়। লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখাভিত্তিক শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবন ছাত্র-ছাত্রীদের শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

 

 

সর্বাধিক পঠিত