• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

-------------উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২২, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, চলছে মহান স্বাধীনতার বিজয়ের মাস। আজকের এইদিনে গভীরভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহিদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ আবারও ক্ষমতায় আনবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
উভয় সভায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আব্কুর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালীসহ সরকারি দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

 

সর্বাধিক পঠিত