ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলার লটারির প্রথম পুরস্কারের টাকা হাতে পেলেন রনি
ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রবেশ মূল্যের উপর অনুষ্ঠিত লটারির প্রথম পুরস্কার ৫ লক্ষ টাকা বিজয়ী মাহবুব হাসান রনির হাতে প্রাপ্ত অর্থ তুলে দিয়েছেন মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। মঙ্গলবার রাতে পুরস্কারের অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, প্যানেল মেয়র আব্দুল মান্নান, মাজহারুল ইসলাম মিরু, কাউন্সিলর জাকির গাজী, জায়েদ হোসেন বাবুল পাটোয়ারী, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রমুখ।
গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত লটারিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব সাফুয়া গ্রামের মসজিদওয়ালা পাটোয়ারী বাড়ির মরহুম মনসুর পাটোয়ারীর ছেলে মাহবুব হাসান রনি প্রথম পুরস্কার পান।