• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহতলী জিলানী চিশতী কলেজে ভর্তি বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। 
সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, অত্র এলাকা ও আশপাশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই তাদের অভিভাবকদের। আমি  আশা করছি তারা সবাই জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। আশা করছি  যে সকল শিক্ষার্থী এ কলেজে ভর্তি হবে, তাদের উপবৃত্তি প্রদান ও বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দেয়া হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে। প্রয়োজনে বিনামূল্যে পাঠ্যবইও দেয়া হবে। এ কলেজের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের সাথে কলেজ শিক্ষকরা মতবিনিময় করুন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এ কলেজে ৪ তলা নতুন একাডেমিক ভবন হয়েছে। নানা সুযোগ-সুবিধা বেড়েছে। শিক্ষার্থীদের কম্পিউটার শিখার সুযোগ রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, সিনিয়র প্রভাষক মোঃ ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার, সিনিয়র প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকারসহ অন্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 
উল্লেখ, আজ ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে কলেজ অফিসে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। 

 

সর্বাধিক পঠিত