• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতলব উত্তর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক। 
উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার এবং ২ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত