• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধর্মশিক্ষা বাধ্যতামূলকসহ ১০ দফা

দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা পূর্বের ন্যায় বহাল, পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিবর্তনবাদ বাতিল ও ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবিসহ মোট ১০ দফা দাবি নিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৪ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদিন, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মুহাঃ শাহজামাল গাজী সোহাগ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বেলাল, সহ- প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর মোশাররফ হোসেন, সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসেন, শহর সভাপতি মুফতী আবু নাঈম মুহাম্মদ তানভীর, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা হেলাল আহমদ, শ্রমিক আন্দোলন সভাপতি মাওলানা আফসার উদ্দিন, শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, ছাত্র আন্দোলন জেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ডিএম ফয়সালসহ সহযোগী ও শাখা নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।

 

সর্বাধিক পঠিত