ব্যস্ততম সড়কে নারকেল গাছ
চাঁদপুর শহর এলাকায় দিন দিন বেড়েই চলছে যানজট। শহরের একটি ব্যস্ততম সড়ক চাঁদপুর প্রেসক্লাব রোড। মূল শহর থেকে সরকারি হাসপাতালে প্রবেশের প্রধান সড়ক এটি। আগে এ সড়কটিতে বাইপাস সড়ক হিসেবে গুটি কয়েক যানবাহন ও মানুষ চলাচল করলেও বর্তমান সময় এ সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রতিদিনই সড়কটিতে যানজট দেখা যায় শহরের অন্য সকল সড়কের ন্যায়। অনেক যানবাহনই কালীবাড়ি মোড়ের যানজট এড়াতে এই স্বল্প প্রশস্ত সড়কে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে গিয়ে যানজটের সৃষ্টি করে। চাঁদপুর শহরের প্রসিদ্ধ মিষ্টিজাত দ্রব্যের দোকান ওয়ান মিনিট ও কৃস্টক্যাফ থেকে প্রায় ২৫ গজ দক্ষিণে গেলেই দেখা যায়, এই সড়কের উপরই মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে একটি বৃহদাকার নারকেল গাছ। পাশেই রয়েছে ব্যক্তি মালিকানাধীন সীমানা প্রাচীর, যা অত্যন্ত ভগ্নদশায় এই ব্যস্ততম সড়কের উপর অনেকটাই ঝুঁকে রয়েছে। যদি কোনো কারণে হঠাৎই সীমানা প্রাচীরটি রাস্তার উপর ভেঙ্গে পড়ে তাহলে দেখা দিতে পারে নতুন বিড়ম্বনা। এমনকি প্রাণহানির মত ঘটনাও ঘটতে পারে বলে সাধারণ মানুষজন মনে করেন। তারা মনে করেন, রাস্তার ওপর থাকা নারকেল গাছটি যদি কেটে দেয়া হয় তাহলে যান চলাচলে সুবিধা হয়ে স্বাভাবিক গতি ফিরে আসবে।