প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং উদ্বোধক শাহ্জাহান কবির বীর প্রতীক
আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার সার্বিক কার্যক্রম ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ ৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টায়।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধন করবেন মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ্জাহান কবির বীর প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও মেলার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
এদিকে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় অংশগ্রহণের লক্ষ্যে নাট্য পরিষদ ও সাংস্কৃতিক পরিষদের যৌথ ব্যবস্থাপনায় প্রায় চাঁদপুর জেলা ছাড়াও ঢাকা ও অন্য জেলা থেকে ৬০-এর অধিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া বিশাল মাঠজুড়ে থাকছে শিশু-কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইডস। বিজয় মেলা মঞ্চে প্রতিদিন থাকছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। এমনকি অন্যান্য বছরের ন্যায় এ বছরও মেলা মাঠে নান্দনিক ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ছবি ও মুক্তিযুদ্ধকালীন বীর সন্তানদের দুর্লভ চিত্র ও প্রতিবেদন থাকবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আসা-যাওয়ার জন্যে প্রধান দুটি ফটক রাখা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের চলাচলের জন্যে রাখা হয়েছে প্রচুর খালি জায়গা। নিরাপত্তার জন্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুরো মাঠজুড়ে সিসি ক্যামেরা সাঁটানোর পাশাপাশি প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর ও সফল করার লক্ষ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানে শতকণ্ঠে জাতীয় সঙ্গীতের পাশাপাশি থাকছে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। একই সাথে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধাদের পতাকা ও মুক্তিযুদ্ধের বিজয়মেলার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে।