• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাগাদীতে চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের চেয়ার টেবিল বিতরণ

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ৩ ডিসেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি কমিউনিটি ক্লিনিকে চেয়ার, টেবিল বিতরণ করেন। এলজিএসপি-৩-এর আওতায় এ চেয়ার-টেবিলগুলো বিতরণ করা হয়। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে : বাগাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, পশ্চিম সকদী মাদানিয়া আলিম (সিনিয়র) মাদ্রাসা, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়, গাছতলা ইশায়াতিল উলুম আলিম সিনিয়র মাদ্রাসা, পশ্চিম সকদী কমিউনিটি ক্লিনিক, নানুপুর কমিউনিটি ক্লিনিক, বাগাদী কমিউনিটি ক্লিনিক ও ব্রাহ্মণ সাখুয়া কমিউনিটি ক্লিনিক। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খান, মোশাররফ হোসেন, মনির গাজী, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন পেশার লোকজন।

 

সর্বাধিক পঠিত