• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় কৃষকদের মাঝে বীজ, সার ও ওয়াটার পাম্প বিতরণ

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে কৃষকদের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফসী), হাইব্রিড বীজ, সার ও এলএলপি (লো লিফট ওয়াটার পাম্প) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার ৮টি সমিতির সদস্যদের মাঝে লো লিফট ওয়াটার পাম্প, বীজ ও সার বিতরণ করেন।