• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সংবর্ধিত হলো ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীরা

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ৫০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। 
৩ ডিসেম্বর (শনিবার) সকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন ও প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা সুলতানা রাজিয়া। 
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আনসার উদ্দিন হাওলাদার, জেসমিন আক্তার, নিগার সুলতানা, রফিক ম-ল, মাহাবুব আলম সোহাগ, শিউলী আক্তার, আব্দুল আলী, শাখাওয়াত হোসেন, সাংবাদিক আনিসুর রহমান সুজনসহ অন্যরা। 
এর আগে অনুষ্ঠানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রাজন গাজী, হুমাইয়ারা তানজীন ও তাসলিমা তিশা। 
উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে জেনারেল শাখার তিন বিভাগে ৪৬ জন এবং কারিগরী শাখার ৪ জন শিক্ষার্থীসহ মোট ৫০ জন শিক্ষার্থী সাফল্যের সাথে এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করে। এ বছর এ প্লাস প্রাপ্ত ও সামগ্রিক ফলাফল বিবেচনায় উপজেলায় প্রথম স্থান অর্জন করে উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টি।

সর্বাধিক পঠিত