• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের কিউসি টাওয়ারে আগুন ॥ হুড়োহুড়িতে আহত ১০

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০২২, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারের লিফটের পাশে জমিয়ে রাখা খালি কাগজের প্যাকেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে উক্ত ভবনে বসবাসরত বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি করতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে তেমন একটা ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, ১৩ তলা ভবনের লিফটের ৩য় তলার পূর্ব পাশের লিফটের পাশে স্তূপ করে রাখা ছিলো নিচতলা মার্কেটের কয়েকটি দোকানের বিভিন্ন পণ্যের কাগজের প্যাকেট। সেই কাগজের স্তূপে কোনো না কোনোভাবে আগুনের সংস্পর্শে ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়া চারদিক আচ্ছন্ন হয়ে গেলে ভবনের বাসিন্দাদের নজর আসে আগুনের সূত্র। তাৎক্ষণিক ভবনের প্রায় ৫শ’ গজ দূরে হাজীগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এদিকে আগুন লাগা ও ধোঁয়ার কারণে ভবনের উপরে প্রায় অর্ধশত ফ্লাটের কয়েকশ’ বাসিন্দার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত বাসিন্দা ও দমকল কর্মী মিলিয়ে ১০ জন আহত হন। আগুনের খবরে কয়েক হাজার উৎসুক জনতা কিউসি টাওয়ারের নিচে ভিড় জমায়। 
হাজীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার রাশেদুল আলম জানান, আমরা আতঙ্কিত শতাধিক বাসিন্দাকে ছাদে ও নিচতলায় নামিয়ে আনি। লিফটের পাশে জমিয়ে রাখা কাগজের প্যাকেটের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।