• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সনাক-চাঁদপুরের নেতৃত্ব পুনর্গঠন

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২২, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সচেতন নাগরিক কমিটি (সনাক) বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একটি স্বেচ্চাসেবী প্লাটফর্ম, যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত। টিআইবি অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের উদ্দেশ্যে সারাদেশে সচেতন নাগরিকবৃন্দকে নিয়ে কমিটি গঠনের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে।
সনাক-চাঁদপুর নিজস্ব কর্মকৌশলের আলোকে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে এবং ওয়াচডগ গ্রুপ হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তনে অনুঘটের ভূমিকা পালন করছে। জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। পাশাপাশি সনাক চাঁদপুর স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবামূলক খাত যেমন : শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি প্রশাসন, পরিবেশ ও নির্মাণসহ ইত্যাদি বিষয়ে সেবার মান, অব্যবস্থাপনা ও দুর্নীতির স্বরূপ উদ্ঘাটনসহ সমস্যাসমূহ দূরীকরণে সুপারিশ সম্বলিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরও জোরদার করার লক্ষ্যে সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সনাকের এধরনের কার্যক্রমগুলোকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য গত ২৩ নভেম্বর ২০২২ সনাক মাসিক সাধারণ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডাঃ পীযূষ কান্তি বড়–য়াকে সভাপতি এবং মোঃ আলমগীর পাটওয়ারী ও জেসমিন আক্তারকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ কমিটি আগামী এক বছর (২৯ নভেম্বর ২০২২ থেকে ২৮ নভেম্বর ২০২৩ পর্যন্ত) দায়িত্ব পালন করবেন। 

 

সর্বাধিক পঠিত