• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাইকপাড়া দক্ষিণ ইউপির নতুন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রাজন শেখ

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২২, ১২:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস প্রতীক) বিজয়ী হয়েছেন। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি।
সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ আনারস প্রতীকে ৩৫৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী (প্রতীক ঘোড়া) পেয়েছেন ২৬৩৪ ভোট। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ (প্রতীক টেলিফোন) পেয়েছেন ২৫৩৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী পেয়েছেন ১৩৮৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী (প্রতীক হাতপাখা) পেয়েছেন ১২৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন পিন্টু (প্রতীক মোটরসাইকেল) পেয়েছেন ১০৫৬ ভোট। মোট ২০ হাজার ৩শ’ ৩০ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৭শ’ ৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১ জন ভোটারের ভোট বাতিল হয়। ভোট প্রদানের হার ৬২.৮৪ ভাগ। 
এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আগত ফুল বানু জানান, প্রথম ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার ইব্র্রাহিম বলেন, জীবনে এই প্রথম ভোট দিয়েছি, তাও আবার ইভিএমের মাধ্যমে। ভোট দিয়ে খুব ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আনন্দই আলাদা।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলার পাইকাপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক জানান, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বিজিবির টিমও কাজ করেছে। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছে।