চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০২২
সাংস্কৃতিক ও নাট্য পরিষদের যৌথ প্রস্তুতি সভা
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয়মেলার মাসব্যাপী সাংস্কৃতিক কর্মকা- পরিবেশনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়মেলা সাংস্কৃতিক পরিষদ ও নাট্য পরিষদের যৌথ আয়োজনে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক পরিষদ ও নাট্য পরিষদের যৌথসভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার। নাট্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয়মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ পাটোয়ারী, থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, উদীচী জেলা সংসদের সভাপতি কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন জীবন, নাট্য পরিষদের আহ্বায়ক গোবিন্দ ম-ল, সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব মৃণাল সরকার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, শারদাদেবী সংগীত একাডেমির অধ্যক্ষ নিহা রঞ্জন হাওলাদার, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, নৃত্যধারার অধ্যক্ষ সোমা দত্ত, স্বদেশ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনোজ আচার্যী, জেলা হাওয়াই গিটার পরিষদের সভাপতি দিলীপ কুমার ঘোষ, বিজয়মেলার সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক কেএম মাসুদ ও সদস্য সচিব ফরিদ হাসান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন চাঁদপুর জেলা শাখার সভাপতি, পুনাক সাংস্কৃতিক সংগঠনের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর ম-ল, বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব অভিজিৎ রায় প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সপ্তসুর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পক, সুরধ্বনি সঙ্গীত একাডেমির অধ্যক্ষ কণ্ঠশিল্পী অনিতা নন্দী, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুলতানা আক্তার সেতু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, কণ্ঠশিল্পী বীরেন সাহা, জাগরণী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নটমঞ্চের সভাপতি পিএম বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ, রক্সি মিউজিক্যাল গ্রুপের কর্ণধার বিশ্বজিৎ কর রানা, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, শিশু সংগঠক দিদারুল আলম চৌধুরী, তানভীর হোসেন, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, রংধনুর সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, বাপ্পি চৌধুরী, অহিদ সরকার, অনুপম নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি কার্তিক সরকার, মেঘনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, অরূপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাধন দত্ত, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পী নূরে আলম নয়ন ও অরুণ সরকার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এমআই মমিন খান, সাধারণ সম্পাদক ফারাবি জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলার সৃষ্টি থেকে আমরা সাংস্কৃতিক কর্মীরা ছিলাম এবং আছি। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবো। ২০২২ সালে মুক্তিযুদ্ধের বিজয়মেলার চেয়ারম্যান হিসেবে একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দেয়া আমাদের সকলের দায়িত্ব। সে সাথে আমাদের সংস্কৃতি অঙ্গণের অন্যতম সহযোদ্ধা হারুন আল রশীদকে পুনরায় মহাসচিব করায় আমরা গর্বিত এবং উজ্জ্বীবিত। বক্তারা আরো বলেন, মহান বিজয়ের মাসে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের বিজয়মেলা নিয়ে যারা কুৎসা রটনা ছড়াচ্ছেন, তাদের প্রতি অনুরোধ আগে নিজের অবস্থান দেখে নেবেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণের নাট্য ও সঙ্গীত শিল্পীরা আজ ঐক্যবদ্ধ। কোনো প্রকার হুমকি-ধমকি বা ষড়যন্ত্র আমাদেরকে পিছু হটাতে পারবে না। তাই আমাদের অনুরোধ, এখনো সময় আছে। এ বিশাল আয়োজনের সাথে অতীতের ন্যায় আপনারাও সম্পৃক্ত থাকবেন। কারণ, আমরাই আপনাদের সম্মানিত করে আসছি এবং ভবিষ্যতেও করবো।