• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন

নির্বাচিত হলে যা করবেন চেয়ারম্যান প্রার্থীরা

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ১৩:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ সোমবার (২৮ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে, তাই ভোটাররাই শেষ ভরসা। ফলে দিনরাত মাঠে ছুটেছেন প্রত্যেক প্রার্থী।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্য পদে ৫০ জন এবং সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে ভোটারদের আকর্ষণ চেয়ারম্যান পদের ৭ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৩ জন এবং ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন। এরা হলেন : মোহাম্মদ হোসেন মিন্টু (নৌকা), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী (ঘোড়া), মোঃ ফারুক আহমেদ (টেলিফোন), হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস), রমজান আলী খান (চশমা), মোঃ হেলাল উদ্দিন (হাতপাখা), কাজী ইকবাল হোসেন পিন্টু (মোটর সাইকেল)। সকলের কাছে প্রশ্ন ছিলো ‘নির্বাচিত হলে প্রথমে কোন্ তিনটি কাজ করবেন’। 
নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করবো। গ্রাম সালিসকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসবো। ইউনিয়নবাসীর জন্যে সবসময় আমাদের দরজা খোলা থাকবে। মাদক ও সন্ত্রাসমুক্ত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন করবো। এছাড়া উন্নয়ন কর্মকা-ের জন্যে আমি সর্বোচ্চ শ্রম দিবো, যাতে অবহেলিত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন উন্নয়নের ছোঁয়া পায়। 
সাবেক ইউপি চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ হুমায়ুন কবির কাজী বলেন, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন নিয়ে নতুন করে কাজ শুরু করবো। সেবাকে আরো গতিশীল করার সাথে সাথে জনগণের হয়রানি বন্ধে আধুনিকীকরণ করবো। আমি আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করবো। 
ইউনিয়ন বিএনপির সভাপতি টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী মোঃ ফারুক আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদকে একটি ডিজিটাল পরিষদ হিসেবে গঠন করবো। ইউনিয়ন পরিষদের সকল সেবা ভোটারের কাছে পৌঁছে দেবো। সরকারি বাজেট সকল ইউপি সদস্যকে সমান ভাগে ভাগ করে দেবো।
ছাত্রলীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সকল ভোটারের চারিত্রিক সনদ ১ মাসের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেবো। প্রতিটি গ্রামে মাসে একদিন করে অফিস করবো। ইউনিয়ন পরিষদের সেবা একটি সফ্টওয়্যারের মধ্যে নিয়ে আসবো।
সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী রমজান আলী খান বলেন, চেয়ারম্যান হওয়ার পর এলাকার মানুষকে সেবা দিতে পেরেছি। তাই মানুষ এখনো আমাকে ভুলেনি। আমি নির্বাচিত হলে উন্নয়ন কর্মকা-কে বেগবান করবো। সেবার পরিধি বৃদ্ধি করবো।
স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হওয়া কাজী ইকবাল হোসেন পিন্টু বলেন, আমি নিজে সেবাবঞ্চিত হয়েছি। তাই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমি মানুষের সাথে কাজ করবো বলে ঢাকার ব্যবসা ছেড়ে রূপসাবাজারে ব্যবসা দিয়েছি। কাজেই প্রমাণ দিবো, যদি জনগণ আমাকে নির্বাচিত করেন।