• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুন বাজার ব্যবসায়ী সমিতির উন্নয়নে ব্যবসায়ীদের মতবিনিময়

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২২, ১৪:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নতুন বাজার ব্যবসায়ী সমিতির উন্নয়নে ও ক্রেতাদের মূল্যায়নে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নতুনবাজার মাছ বাজার প্রাঙ্গণে সকল ব্যবসায়ীর উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন বাজারের উন্নতি করতে হলে ধৈর্য্য ধরে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখে সঠিক ওজন ও ক্রেতাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। শুধু তাই নয়, মানসম্পন্ন সবজি, মাছ, মুরগী ও মাংস বিক্রি করতে হবে। যদি কোনো ব্যবসায়ী ওজনে কম দেয় সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রতিটি ব্যবসায়ী আন্তরিক হলেই ব্যবসা ভালো হবে।
উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও যুগ্ম সম্পাদক ওমর পাটওয়ারী, প্রচার সম্পাদক নাছির খান, কোষাধ্যক্ষ আবুল পাটওয়ারী, সিনিয়র সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী, সদস্য রুহুল আমীন, রিপন চৌধুরী, ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জনু হওলাদার।