• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের কড়ৈতলীতে আনারস প্রতীকের কর্মীর ওপর হামলা

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২২, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  চেয়ারম্যান পদে স্বতন্ত্র তথা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখের কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার ১৪ নভেম্বর বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কড়ৈতলী বাজারে স্বাস্থ্য কেন্দ্রের সামনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লা পাটোয়ারীর উপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত নেয়ামত উল্লা পাটোয়ারী জানান, বিকেলে কড়ৈতলী বাজারের কাজলের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় এলাকার চিহ্নিত প্রতিপক্ষের লোক আমাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, রোববার থেকে আমার কর্মীদের উপর হামলা চলছে। আমি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও নির্বাচন করার জন্য সহযোগিতা কামনা করছি।

সর্বাধিক পঠিত