• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ৫০ টাকার জন্যে মারধরের ঘটনায় কিশোরের মৃত্যু

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৩:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মারধরের ঘটনায় ৭ নভেম্বর সোমবার জোবায়ের (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জোবায়ের ওই গ্রামের বাচ্চু গাজীর ছেলে।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো গত ৬ নভেম্বর বাচ্চু গাজীর ছেলে জোবায়ের গাজী ছাগল নিয়ে বাড়ির পাশে খালপাড়ে ঘাস খাওয়াতে যায়। প্রায় প্রতিদিনই সে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে পানি খেতে যেতো। ওইদিন পানি খেয়ে ফেরার পর ওই বাড়ির লিটন মুন্সী ৫০ টাকা নিয়েছে বলে তাকে বাড়িতে ডেকে নেয়। পরে লিটন মুন্সী দরজা বন্ধ করে তাকে মারধর করে।
এ ঘটনা জোবায়েরের পরিবার জানতে পেরে জোবায়েরকে খুঁজতে বের হয়। ভয়ে জোবায়ের তার নানার বাড়ি তুলপাই গ্রামে চলে যায়। রাতেই ওই কিশোরের প্রচ- জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। অবস্থা বেগতিক দেখে তাকে নারায়ণপুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে মতলব হাসপাতালে এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথে জোবায়েরের মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে মতলব দক্ষিণ থানার পুলিশ অফিসার ঘটনাস্থলে যান এবং ময়না তদন্তের জন্যে লাশ চাঁদপুর মর্গে পাঠান।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি।  ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুরে প্রেরণ করি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

সর্বাধিক পঠিত