• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তাগণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৩:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আইডিইবির গৌরবোজ্জ্বল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিবর্গসহ বিভিন্ন পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা আইডিইবির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অস্বীকার করা যাবে না। গ্রাম-গঞ্জসহ দেশের প্রতিটি স্থানে মানুষের সাথে সম্পৃক্ততা রেখে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার আজ অনুভব করছেন দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আগে যেখানে ঘুনটি ঘরের মতো স্থানে কারিগরি শিক্ষা প্রদান করা হতো, এখন আর সেই আগের মত অবস্থান নেই। এখন বড় বড় ভবনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। দেশের ৮৫% উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে থাকে আইডিইবির সদস্যরা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বক্তাগণ আরো বলেন, সারাবিশ্বে এখন দক্ষতার প্রতিযোগিতা চলছে। তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়াদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। আমাদের সকলকেই স্ব-স্ব কাজে আরো দক্ষতা অর্জন করতে হবে। একবিংশ শতাব্দীর দাবি, কথা কম কাজ বেশি এ চিন্তা চেতনাকে প্রাধান্য দিতে হবে। জ্বালানি সাশ্রয়ে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে সৌর শক্তি, বায়ু শক্তি, পানি শক্তিসহ বিকল্প পন্থায় জ্বালানি উৎপাদন করার লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে, টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করতে আইডিইবিও বদ্ধপরিকর।  
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাখাওয়াৎ আলী। চাঁদপুর জেলা আইডিইবির সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইডিইবির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা।
জেলা আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, জেলা আইডিইবির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন প্রমুখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ মোস্তফা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপ-সহকারী প্রকৌশলী শুভ চন্দ্র দাস। আলোচনা সভা শেষে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে শহরে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

সর্বাধিক পঠিত