• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতার

চাঁদপুর জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জে গত ২৯ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন পুলিশ অতর্কিত হামলা চালায়। এ সময় যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের মারধর করে ও অসংখ্য নেতা-কর্মীকে গুরুতর জখম করে। জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিঃ মমিনুল হককে প্রধান আসামী করে ৫শতাধিক নেতা-কর্মীর নামে পুলিশ মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় ২৪জনকে গ্রেফতার করা হয়। পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। তারা এক যৌথ প্রেস বিবৃতিতে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

সর্বাধিক পঠিত