• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জাতীয় যুব দিবস পালিত

জনসম্পদে পরিণত করতে যুবকদের প্রশিক্ষিত করতে হবে : ইউএনও আশরাফুল হাসান

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২২, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেছেন, জনসম্পদে পরিণত করতে যুবকদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষিত করে গড়ে তোলার পর তাদেরকে কর্মের সুযোগ দিতে পারলেই যুবকরা সম্পদে পরিণত হবে। এবারে জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবরা যেমন জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেনি, তেমনি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও তারা নিরলসভাবে ব্যাপৃত। 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।