• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে ক্লাস পার্টি

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ১২:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি (পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক শেষ ক্লাস) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে সভাপ্রধানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, বিদ্যালয়ে তোমরা দীর্ঘদিন অতিবাহিত করেছ। তোমাদের অতিবাহিত দিনগুলো স্মরণীয় করে রাখার লক্ষ্যে আমাদের এ আয়োজন। তোমাদের ভালো ফলাফলের ওপর নির্ভর করছে বিদ্যালয়ের সুনাম। তোমাদের বাবা-মায়ের ইচ্ছে পূরণে তোমরা সবসময় সচেষ্ট থাকবে, সচেষ্ট থাকবে বিদ্যালয়ের সুনাম বজায় রাখতে। আমরা সবসময় তোমাদের সফলতা কামনা করি। আমরা সন্তান স্নেহে তোমাদেরকে শিক্ষা প্রদান করেছি। তাই তোমাদের সফলতায় তোমাদের বাবা-মায়ের যেমন আনন্দ হবে তেমন আমরাও আনন্দিত হবো। তোমরা পরীক্ষা কেন্দ্রসহ কোনো স্থানেই অনৈতিক কোনো কর্ম বা অসৌজন্যমূলক কোনো আচরণ করবে না, যাতে বাবা-মাসহ বিদ্যালযের সুনাম ক্ষুণœ হয়। 
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ হোসাইনের পরিচালনায় এ সময় সহকারী শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, ওয়াহিদুর রহমান, সিক্তা সাহা, দুলাল রায়, নাজনীনা নবী, তাপসী চক্রবর্তী, বিশ্বজিৎ চন্দ, নুরুন নাহার, গীতা মজুমদার, মামুন মজুমদার, আসমা আক্তার, মঈনউদ্দিন খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, শিলা সাহা পলি, প্রাক্তন ছাত্র বিমল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ ২০২৩ সালের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে কেক কাটেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ক্লাস পার্টিতে সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।