শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
চট্টগ্রামের কাছে ১১৮ রানে হেরেছে রাঙ্গামাটি জেলা দল চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ৩০ অক্টোবর রোববার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন।
উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের কাছে হেরেছে রাঙ্গামাটি জেলা ক্রিকেট দল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই জোনাল টুর্নামেন্টের বি গ্রুপের ৪টি দলের খেলা হবে চাঁদপুর স্টেডিয়ামে। অংশ নেয়া দলগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও মৌলভীবাজার।
উদ্বোধনী দিনের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান করে।
রাঙ্গামাটি জেলা দল ১৯৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২৫ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করে। চট্টগ্রাম ১১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য তপন চন্দ, ক্রিকেট উপ-কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মাঝি ও ক্রিকেটার রাফসান জানিসহ অংশ নেয়া দুদলের কর্মকর্তাগণ।