কাল চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন
আগামীকাল ১৭ অক্টোবর সোমবার চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। চাঁদপুরসহ দেশের ৬১ জেলায় এদিন একযোগে ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদানের সময়। ভোট কেন্দ্র হচ্ছে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। সে হিসেবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র আট উপজেলায় আটটি।
এই নির্বাচনে ভোটার হচ্ছেন জনপ্রতিনিধিগণ। অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। সে হিসেবে চাঁদপুর জেলায় এই নির্বাচনে মোট ভোটার হচ্ছেন ১২৬৯ জন। জেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী হচ্ছেন ৪৯ জন। চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। এঁদের মধ্য থেকে একজন চেয়ারম্যান, আট উপজেলায় আটজন সাধারণ সদস্য এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হবেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী এবং মোঃ জাকির হোসেন প্রধানীয়া।
এই ভোট হবে ইভিএম পদ্ধতিতে। ভোট যথাযথ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।