মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) যুবকের মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব মাথায় চাঁদপুর-রায়পুর সড়কে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
রেলক্রসিংয়ের গেটম্যান নাহিদ মজুমদার বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসলে ভোর ৫টা ২০ মিনিটের দিকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এর আগ থেকেই ওই যুবক রেললাইনে ঘোরাঘুরি করছিলো। ঘটনার পরে আমি তাৎক্ষণিক চাঁদপুর জিআরপি থানায় সংবাদ দেই। সকাল আনুমানিক ৭টার দিকে থানা থেকে পুলিশ এসে খ--বিখ- মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। যুবকের গায়ে কলো গেঞ্জি ও পরনে সাদা প্যান্ট ছিলো।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্যাহ বাহার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক মোরশেদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের খ--বিখ- মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মকর্তারা এসেছিলেন। তারা ওই যুবকের হাতের আঙ্গুলের চাপসহ প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন।