• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভাতিজার এজাহার দায়ের

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জেলা আওয়ামী লীগের সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট দলের সভাপতি রফিকুল্লাহ হত্যার ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, শনিবার রফিকুল্লাহর ভাতিজা মুহাম্মদ মারনুছ মাহমুদ তন্ময় বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। তবে উক্ত এজাহারে কাউকে নামীয় আসামী করা হয়নি। ঘটনায়  অজ্ঞাতনামা ক’জনকে আসামী করা হয়।
এদিকে গতকাল রোববার সন্ধ্যার পর ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ এবং সংগৃহীত তথ্য নিয়ে জেলা পুলিশের বিভিন্ন সংস্থা বৈঠক করে।
একটি বিশস্ত সূত্র থেকে জানা যায়, সংগৃহীত তথ্য ও সিসিটিভির ফুটেজ নিয়ে মডেল থানায় বৈঠকের মাধ্যমে ঘটনায় সম্পৃক্ত আসামীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তবে এ সকল বিষয়ে থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।
মামলার বাদী তন্ময় বলেন, আমরা এ ঘটনায় সকল পক্ষ ও পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে একটি এজাহার দায়ের করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এজাহারে কাউকে নামীয় আসামী করিনি। পুলিশের তদন্তের পর আসামী করা হবে।
ঘটনার অগ্রগতি বা এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশের একাধিক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। আমাদেরকে সময় দিন। আশা করছি খুব দ্রুত আমরা ভালো ফলাফল আপনাদের দিতে পারবো।

সর্বাধিক পঠিত