• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মৈশাদী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তৃণমূল থেকে যুবলীগকে শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর অংশগ্রহণে দলের সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও আরো গতিশীল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান মিঠুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক খান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমন বেপারী, ফারুক খান, সোহরাব খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মৃধা, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শুক্কুর গাজী, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টিটু খান, সাধারণ সম্পাদক স্বপন, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ গাজী। এ সময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির সুমন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে দেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের আগামীর ভবিষ্যত নির্ভর করবে। তিনি এখন থেকে যুবলীগের তৃণমূলের সকল নেতা-কর্মীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে নৌক প্রতীককে বিজয়ী করতে তৃণমূল থেকে যুবলীগকে প্রতিটি কেন্দ্রে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে বলে জানান

সর্বাধিক পঠিত