• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের দক্ষিণ বলাখালে ডাকাতিয়ায় ২৬তম নৌকা বাইচ প্রতিযোগিতা

ডাকাতিয়াকে আমাদের সরকারই খনন করেছে :মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহর থেকে হাজীগঞ্জ ও শাহরাস্তি পর্যন্ত ডাকাতিয়া নদীকে আমাদের সরকার মানে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার খনন করেছে। ডাকাতিয়া নদী মরে যাওয়ার উপক্রম হয়েছিলো। নদীতে মাছের বিচরণ ছিলো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের নদীগুলো খননের উদ্যোগ নেন। সেই সাথে ডাকাতিয়া নদীকে খননে অন্তর্ভুক্ত করেন। নদী খননের পর এই নদী এখন পূর্ণ যৌবনা এক নদী। এখন এখানে নৌকা বাইচ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ডাকাতিয়া নদীর মাছ এখন এই অঞ্চলের মানুষের প্রোটিনের অভাব পূরণ করতে বড় ভূমিকা পালন করছে। হাজীগঞ্জের দক্ষিণ বলাখাল সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে ২৬তম নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ-শাহরাস্তি তথা দুই উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের ফিরিস্তি তুলে ধরে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। 
হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখালের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নদীর পাড়ের বাসিন্দাসহ দূর দূরাস্ত থেকে আসা নারী-পুরুষ ভিড় জমায়। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এটিই এখন জেলার মধ্যে একমাত্র নৌকা বাইচ প্রতিযোগিতা বলে জানান আয়োজকরা। একই সময় হা-ডু-ডু, রশি (দড়ি) টানাটানি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাজের লিটন ভূইয়া ।
দক্ষিণ বলাখাল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা তাছলীম আলম শিশির, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও মনির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী প্রমুখ।
দক্ষিণ বলাখাল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা বাইচে যৌথ বিজয়ী দল ইকবাল হোসেন ও শুভঙ্কর দাসের দল।

সর্বাধিক পঠিত