ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওয়ান স্টার হোটেলকে বিশ হাজার ও মোহাম্মদীয়া বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন ফরিদগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণের দায়ে ওয়ান স্টার হোটেলকে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া একই দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যৌথভাবে অপর একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচারনা করে। এতে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। উপজেলা সদরে অবস্থিত উক্ত আইনে মোহাম্মদীয়া বেকারিতে অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রদর্শিত না হওয়ায় দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ থানার একটি চৌকষ টিম সার্বিক সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, ভোক্তা অধিকার সমুন্নত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।