• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুরে ভ্রাম্যমাণ আদালতে দুটি রেস্তোরাঁকে জরিমানা

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া এ জরিমানা আদায় করেন। 
জানা যায়, নারায়ণপুর বাজারের মদিনা রেস্টুরেন্ট এন্ড সরকার মিষ্টান্ন ভা-ার, মাদানিয়া রেস্তোরাঁ এন্ড সুইটস, খাজানা রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মিলেনিয়াম পিজ্জায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় মদিনা রেস্টুরেন্ট এন্ড সরকার মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মাদানিয়া রেস্তোরাঁ এন্ড সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, হোটেল মালিকদের হোটেল পরিচালনার জন্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়। সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত