• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আপিল করেছেন ইউসুফ গাজী ॥ আজ শুনানি

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী তাঁর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও নির্বাচন আপিল ট্রাইব্যুনাল, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-এর কাছে তিনি গতকাল আপিল করেন। আজকে আপিলের শুনানির দিন ধার্য করা হয়। প্রার্থী ইউসুফ গাজীর নির্বাচনী দাপ্তরিক দায়িত্বে থাকা নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য জানা গেছে। 
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ গাজী। তাঁর ব্যবসায়িক বিষয়ে পুরানো একটা মামলায় তাঁর সাজা হয়েছিল। এ কারণে বাছাইতে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তিনি এই বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। আজকে আপিলের শুনানি এবং রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে প্রার্থীর ঘনিষ্ঠজনরা জানান।