• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাণী এলিজাবেথের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাণী এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে  শোক জানাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রাণীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান কর্নেল ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক কচুয়ার কৃতী সন্তান ড. সেলিম মাহমুদ।
হাই কমিশনার রবার্ট ডিকসন আওয়ামী লীগের প্রতিনিধি দলকে হাই কমিশনে স্বাগত জানান এবং রাণী এলিজাবেথের মৃত্যুতে হাই কমিশনে এসে শোক জানানোর জন্যে তাঁদেরকে ধন্যবাদ জানান। সশরীরে হাই কমিশনে এসে শোক জানানো এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করার জন্যে হাই কমিশনার বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগ প্রতিনিধি দল রাণী এলিজাবেথকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাই কমিশনারকে অবহিত করেন।
প্রতিনিধিদলের নেতা প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি গণমাধ্যমকে জানান, রাণী এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি সারা বিশে^র একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে তিনি দুইবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাঁকে ভালোবাসেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্ব চির অটুট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

 

সর্বাধিক পঠিত