• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায়

নেতৃবৃন্দ ইউসুফ গাজীকে বিজয়ী করতে না পারলে শেখ হাসিনার কাছে আমরা প্রশ্নবিদ্ধ হবো ‘আমি আগে ছিলাম ব্যক্তি ইউসুফ, এখন শেখ হাসিনার ইউসুফ’

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ গাজীকে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
জরুরি এ সভায় চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজীসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৪৫ জন উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হচ্ছেন : আহছান উল্লাহ আখন্দ, সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, মনজুর আহমেদ মনজু, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডঃ জহিরুল ইসলাম, সাহির হোসেন পাটোয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ রুহুল আমিন সরকার, শাহ আলম মিয়া, গাজী মাইনুদ্দিন, এমএ কুদ্দুস, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, এসএম সালাউদ্দিন, রফিকুল্লাহ কোম্পানি, নুরুল ইসলাম মিয়াজী, ডাঃ হারুনুর রশিদ সাগর, অধ্যাপিকা মাসুদা নূর খান, হাছান ইমাম বাদশা, মাসুদ আলম মিল্টন, আবু নাসের বাচ্চু পাটোয়ারী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, বেলায়াত হোসেন বিল্লাল গাজী, আলী আরশ^াদ মিয়াজী, আইয়ুব আলী বেপারী, কামরুজ্জামান মিন্টু, মোহাম্মদ শরীফ হোসেন, রাধা গোবিন্দ গোপ, আব্দুল ওয়াহাব মিয়া, দেলোয়ার সরকার, আহসান হাবীব অরুণসহ আরো অনেক নেতৃবৃন্দ।
সভাপ্রধানের বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে আমাদের কোন সমস্যা থাকবে না। যে যেখানে আছি সবাই যদি আন্তরিকভাবে নির্বাচনের জন্য কাজ করি, ইনশাল্লাহ আমরা জয়লাভ করব।
তিনি আরো বলেন, অতীতেও অনেক বাধা-বিপত্তি ছিল। আমরা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবো। সভায় বক্তারা বলেন, ইউসুফ গাজী আওয়ামী লীগের প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করাই এখন আমাদের লক্ষ্য। ইউসুফ গাজীকে বিজয়ী করতে না পারলে শেখ হাসিনার কাছে আমরা প্রশ্নবিদ্ধ হবো। 
চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী তাঁর বক্তৃতায় বলেন, আগে ছিলাম আমি ব্যক্তি ইউসুফ। এখন আমি আওয়ামী লীগের ইউসুফ, শেখ হাসিনার ইউসুফ। আমি সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিজয়ের হাসি ইনশাআল্লাহ আমরা হাসবো।
সভায় সকলের মতামতের ভিত্তিতে জেলা পরিষদ নির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এছাড়া প্রার্থিতা যাচাই-বাছাই ও নির্বাচনী প্রতীক পাবার পর নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা সফর করবেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। আজ পনের সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোয়নপত্র দাখিলের শেষদিন। এদিন বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ একসাথে ডিসি অফিস যাবেন এবং প্রার্থী মোঃ ইউসুফ গাজীকে সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিবেন। সভার সভাপতি তাঁর বক্তব্যে এ কথা উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত