১৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুর লঞ্চ ঘাট সড়কের নিশি বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়।
সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সার্বিক তত্ত্বাবধানে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে একটি টিম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ হানিফ মিয়া (৪৫), কাটাবিল, কুমিল্লা এবং মোঃ সাজল মিয়া (২৮), কুমিল্লা, উভয়কে মোট ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ মামলায় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপর আরেক অভিযানে সাড়ে ১১টায় একই টিম ওই এলাকায় মোঃ জুম্মান মিয়াজি (২৩), কালিয়াইশ মতলব দক্ষিণ ও মোঃ আফফান (২৮), কালিয়াইশ মতলব দক্ষিণ, চাঁদপুর উভয়কে মোট ১২কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায়ও চাঁদপুর সদর মডেল থানায় মামলা একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এসব মাদক কুমিল্লা থেকে এনে চাঁদপুর লঞ্চঘাট দিয়ে পাচারের সময় তারা ধরা পড়ে।