• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা-১৩

অনলাইন নিউজের নামে যে অপসাংবাদিকতা চলছে তা আমাদেরকে অনেক পেছনে নিয়ে যাবে: শামসুজ্জামান ডলার

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাংবাদিকতার পেশায় অনন্য নাম শামসুজ্জামান ডলার। তিনি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শামসুজ্জামান ডলার ১৯৯৪ সালে বিএ পাস করার পর থেকে জাতীয় পাক্ষিক ক্রীড়া জগত ও চাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৮ সালে দৈনিক চাঁদপুর দর্পণে মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে অদ্যাবধি কাজ করছেন। ২০০১ সাল থেকে জাতীয় দৈনিক ইত্তেফাকে মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। 
তিনি ২০০০ সালে মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, এরপর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী কয়েক মেয়াদে সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও সামাজিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও অনেক বছর যাবত কাজ করেছেন।
শামসুজ্জামান ডলার উত্তর রামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, নেদায়ে ইসলাম সেবা সংস্থার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শামসুজ্জামান ডলার সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা বিষয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, অনলাইন নিউজের নামে যে অপসাংবাদিকতা চলছে তা আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাবে। তার সাক্ষাৎকারটি নিচে হুবহু তুলে ধরা হলো :-
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?
শামসুজ্জামান ডলার : অতীতের সকল সময়ের চেয়ে অবশ্যই গতিশীলতা বেড়েছে, কিন্তু মান রক্ষা হয়নি। মান অনেক কমেছে। মাঠে আমরা এক সময় অনেক পরিশ্রম করে সাংবাদিকতা করেছি, তখন মানুষ আমাদেরকে অনেক সম্মানও করেছে। কিন্তু বর্তমানে সাংবাদিকতার মান রক্ষা না হওয়ার কারণে মানুষ এখন আর আমাদেরকে সম্মান করে না বরং ভয় পায় আমরা তিলকে তাল করে ফেলি কি না তাই। তাছাড়া যেকোন নিউজেই সংবাদকর্মীকে টাকা দিতে হয় আমরা যেনো মনের অজান্তেই সাধারণ মানুষের মাঝে এমন এমটা ম্যাসেজ দিয়ে ফেলেছি। হোক জানাজার নিউজ, হোক না কবর থেকে লাশ উত্তোলনের নিউজ, তাতে কি? 
দৈনিক চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতা-দর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?
শামসুজ্জামান ডলার : আমার কাছে মনে হয় পাঠক ও দর্শক কমার প্রধানত কারণ ফেসবুক। ফেসবুকের মাধ্যমেই মানুষ দ্রুত সংবাদটা পেয়ে যাচ্ছে। কিছুটা বিভ্রান্তও হচ্ছে। কেননা, ফেসবুকাররা তো আর সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে সক্ষম না। তাছাড়া আমরা দিন দিন মোবাইলকেন্দ্রিক হয়ে যাচ্ছি। তাই মোবাইলেই সব খবর দ্রুত পেয়ে যাচ্ছে এবং ফেসবুক সহায়ক ভূমিকা পালন করছে। তবে আমি মনে করি, আমাদের ক্ষেত্র বিশেষ আরেকটু দায়িত্বশীল হলেই এখান থেকে উত্তরণ হওয়া সম্ভব।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?
শামসুজ্জামান ডলার : বর্তমান সময়ে অনেক পত্রিকা ও টিভি চ্যানেল বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে বের করা হচ্ছে। তাই তাদেরতো নিজস্ব মতাদর্শ থাকবেই। তবে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তারের অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দলীয় ছায়াতলে নিতে চাইলে সেদিকে ঝুঁকে পড়া, অর্থনৈতিক লোভে আসক্ত হয়ে বিভিন্ন মহলের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। আর এসবের একটি কারণ সাংবাদিকদের মধ্যে অনৈক্য। তবে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, আমরা যদি অচিরেই সাংবাদিকতার মূল ধারার কথা চিন্তা ও নিজেদের সম্মানের কথা চিন্তা করে ঐকমত্যে পৌঁছতে না পারি তবে আমাদের অরো অনেক পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে। 
দৈনিক চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।
শামসুজ্জামান ডলার : অনলাইন সাংবাদিকতার বিষয়টি আমি অবশ্য পজিটিভ হিসাবে দেখছি। তবে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও মানরক্ষার বিষয়ে জোর দিতে হবে। আর সব নিউজই অনলাইনের নিউজ না সে বিষয়টিও মাথায় রাখতে হবে। কিন্তু বর্তমানে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে যা হচ্ছে তা চলতে দেয়া যায় না। একটি কাঠামো তৈরি করে আমাদেরকে সতর্কতার সাথে অনলাইন নিউজের বিষয়ে কাজ করা উচিত। আর না হয় অনলাইন নিউজের নামে যে অপসাংবাদিকতা  চলছে তা আমাদেরকে অনেক পেছনে নিয়ে যাবে। 
দৈনিক চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্ন সমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।
শামসুজ্জামান ডলার : সাংবাদিকতা করতে শিক্ষাগত যোগ্যতার একটি বাধ্যবাধ্যকতা থাকা উচিত বলে আমি মনে করি। পেছনের সারির জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় ন্যূনতম এইচএসসি পাসের নিচে প্রতিনিধি না দেয়া উচিত। কিন্তু এ বিষয়ে নজর না দেয়ার কারণে মাঠ পর্যায়ে যারা কিছুটা সম্মান নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের কাজে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কখনো কখনো সম্মান টিকিয়ে রেখে কাজ করা দায় হয়ে যাচ্ছে। 

 

সর্বাধিক পঠিত