• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

আধুনিক শিক্ষার প্রসারে আমাদের মনোযোগী হতে হবে :ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আধুনিক শিক্ষার প্রসারে আমাদেরকে মনোযোগী হতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলেই আমরা উন্নত বিশে^র সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে সক্ষম হবো। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলায় কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবেন। 
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারহানা পারভীনের সভাপ্রধানে ও সদস্য আফাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদ, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রতœা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, আওয়ামী লীগ নেতা রেয়ায়েত উল্যাহ শরীফ, নাসির উদ্দীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর।
উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন, সদস্য আবুল খায়ের মজুমদার, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূর-ই আলম রিহাত, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী ফরহাদ হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।