দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভায় সুভাষ চন্দ্র রায়
করোনা পরবর্তী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবার দুর্গাপূজা হবে
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২১ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। নির্দেশনা বাস্তবায়নে আসন্ন দুর্গাপূজা চাঁদপুর জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা, পৌর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ও ম-প কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ। ১১ সেপ্টেম্বর রোববার বিকেলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের কালীবাড়ি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সহ-সভাপতি পন্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা ও সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্নার পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদস্য শিপ্রা দাস, কল্পনা সরকার, মাধুরী সাহা, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, কচুয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ সাহা, ফরিদগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, মতলব উত্তর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাইমচর পূজা উদ্যাপনের সাধারণ সম্পাদক অজয় মজুমদার, মতলব দক্ষিণ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, শাহরাস্তি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, বাবুরহাট সত্য নারায়ণ সেবা সংঘ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুভাষ চন্দ্র রায় বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে তা মেনে এবং করোনা পরবর্তী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবার আমাদের দুর্গাপূজা হবে। আমরা মনোবল শক্ত রেখে, ভয়ভীতি উপেক্ষা করে পূজা করবো। সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, সনাতনীদের সংগঠনমুখী করতে হবে। তাই দ্রুতই মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সকল শাখা কমিটিগুলো করতে হবে। আমরা সবাই মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠানাদি করবো, সমাজ সুন্দর থাকবে।
সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ তার বক্তব্য বলেন, সবার সাথে সমন্বয় করে আমরা চাঁদপুরে সুন্দর পরিবেশে পূজা উদ্যাপন করব, সরকারি নির্দেশনা মানবো। সেই লক্ষ্য নিয়েই আজকের এই মতবিনিময় সভা। এতে উপস্থিত সবাই সুন্দর পরামর্শ ও মতামত দিয়েছে।
মতবিনিময় সভায় চাঁদপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। চাঁদপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের নেপাল সাহাকে সভাপতি, সুমন সরকার জয়কে সাধারণ সম্পাদক ও রাজন চন্দ্র দেকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
সভায় পূজা উদ্যাপন পরিষদের সদস্য চন্দন, লিটন সাহা, লায়ন কিশোর সিংহ রায়, নেপাল সাহা, প্রমোদ দাস, ভীম সাহা, পুরাণবাজার দাসপাড়া বাদামতলী বাড়ি প্রভাতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সত্যরঞ্জন দাস, সহ সভাপতি লিটন সাহা, সাধারণ সম্পাদক বেবিন্টন দাস কিরণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি সুভাষ চন্দ্র রায়।