• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদের বর্ধিত সভা

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য ম-প কমিটি ও ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের নিয়ে বর্ধিত সভা এবং প্রয়াত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা নারায়ণ চন্দ্র দাস ও স্বপন চন্দ্র লোধের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলার শাখার সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল। আইন বিষয়ক সম্পাদক রাজন চন্দ্র দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সহ-সভাপতি সমরেন্দ্র মিত্র, পরেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবি দাস, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক র‌্যাধেশ্যাম কুরী, গুপ্টি পূর্ব ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুরী, যুব ঐক্য পরিষদের গণেশ লোধ প্রমুখ।
এছাড়া উপজেলার ২১টি শারদীয় দুর্গাপূজা ম-পের কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রয়াত দুই নেতার স্মরণ সভায় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও প্রয়াত দুই নেতার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।