• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সভা

১৪ ইউনিয়নে বর্ধিত সভার তারিখ নির্ধারণ

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

॥ সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। তিনি বলেন, আগামী দিনের জন্যে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামী জাতীয় নির্বাচন কিন্তু কঠিন হবে। মনে রাখবেন আপনার দ্বারা কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কোনো মাদকসেবী, ভূমি দখলবাজ আমাদের দরকার নেই। আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য কারো সাথে জোরে পর্যন্ত কথা বলেন না। এসব বিষয় মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। যাতে দলের কোনো বদনাম না হয়।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন সভাপতির বক্তব্যে বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চাঁদপুর সদরের কোনো কোনো ইউনিয়নে তারা লাঠি মিছিল করেছে। নির্বাচনকে সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সদর উপজেলা যুবলীগ রাজপথে থেকে তাদের সকল অপকর্মের জবাব দিবে।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু ও মোঃ তাজুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, সদর উপজেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন পলাশ, পৌর যুবলীগের সদস্য লিজন পাটওয়ারী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহির হাওলাদার, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন শেখ, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, তরপুরচ-ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ, বাগাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ছিডু, রাজরাজেশ^র ইউনিয়ন যুবলীগের সদস্য রুহুল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ ।
সভায় যুবলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলার সকল ইউনিয়নে নিন্মোক্ত তারিখে বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষ্ণুপুর ইউনিয়নে ১৫ সেপ্টেম্বর, আশিকাটি ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর, কল্যাণপুর ইউনিয়নে ১৯ সেপ্টেম্বর, শাহমাহমুদপুর ইউনিয়নে ১৮ সেপ্টেম্বর, রামপুর ইউনিয়নে ২১ সেপ্টেম্বর, মৈশাদী ইউনিয়নে ২৫ সেপ্টেম্বর, তরপুরচ-ী ইউনিয়নে ২৬ সেপ্টেম্বর, বাগাদী ইউনিয়নে ২৮ সেপ্টেম্বর, বালিয়া ইউনিয়নে ১ অক্টোবর, লক্ষ্মীপুর ইউনিয়নে ৩ অক্টোবর, ইব্রাহিমপুর ইউনিয়নে ৭ অক্টোবর, চান্দ্রা ইউনিয়নে ৫ অক্টোবর, হানারচর ইউনিয়নে ১০ অক্টোবর ও রাজরাজেশ^র ইউনিয়নে ৮ অক্টোবর।

সর্বাধিক পঠিত