• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে চাঁদপুর পৌর যুবদলের সমাবেশ

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সারাদেশে সরকার দলীয় ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর পৌর যুবদল।
১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে ও সম্মুখ সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝি, মাহবুব মুন্না, জিয়া প্রধানিয়া, সুমন বেপারী, সোহেল গাজী প্রমুখ।
সমাবেশে বক্তারা সকল হত্যাকা-ের বিচার বাংলার মাটিতে হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে গণতন্ত্র নির্বাসিত। মিছিল করতে গেলেই পাখির মতো গুলি করে হত্যা করা হয়। হামলার পর উল্টো মামলা হামলার শিকার হতে হয়।

সর্বাধিক পঠিত