• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কলেজ ছাত্র প্রান্তের মৃত্যুর ঘটনায় আটক ৫

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ নেতা মোঃ অহিদুর রহমান প্রান্ত (২২)-এর  মৃত্যুর ঘটনায় ৫জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গতকাল ১০সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকা থেকে রেজাউল নামের এক যুবককে (১৭) আটক করে মডেল থানার এসআই রাশেদ। রেজাউলের পিতা মোঃ সুলতান রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদ মার্কেটে মুদি ব্যবসায়ী এবং প্রান্তের প্রতিবেশী। আটক রেজাউলের তথ্য মতে, এ ঘটনায় জড়িতদের মধ্যে ৫জনকে আটক করা হয়েছে এবং প্রত্যেকেই মাদ্রাসার ছাত্র। অন্যদের আটকের বিষয়ে অভিযানে রয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এদিকে আটক যুবক রেজাউলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা ৮জন বন্ধু মিলে সদর উপজেলার রাজরাজেশ^রের মিনি কক্সবাজার চরে যাবে। প্রান্তও তাদের সাথে যাবে বললে তারা প্রান্তকে সাথে নেয়। 
সন্দেহভাজন হিসেবে রেজাউলকে আটকের পর বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইঞ্জিনচালিত ট্রলারটি আটক রেজাউলের এক বন্ধুর পিতার।  গত ২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় রেজাউলসহ তার বন্ধুরা ট্রলারটি চাঁদপুর মাছঘাট সংলগ্ন ভিআইপি ঘাট থেকে ছেড়ে যায় রাজরাজেশ^রের উদ্দেশ্যে। প্রান্ত ট্রলারের মাথায় গিয়ে বসে। ট্রলারটি চালাচ্ছিল রেজাউলের বন্ধু। বড়স্টেশন মোলহেড (ঠোঁডা) পার হলে তারা ট্রলারটির নিয়ন্ত্রণ রাখতে পারছিলো না। পরে ঘূর্ণাবর্তে পড়লে প্রান্ত নদীতে ছিটকে পড়ে। তাকে উদ্ধারে তাদের ট্রলারের সাথে ক্রস হওয়া যাত্রীবাহী স্পীড বোটের কাছে সাহায্য চাইলে অতিরিক্ত যাত্রী থাকায় স্পীড বোট চালিয়ে চলে যায়। পরে ইঞ্জিনচালিত অন্য একটি ট্রলার তাদের পাশ দিয়ে যাওয়ার সময় প্রান্তকে উদ্ধারে সাহায্য চাইলে ট্রলার থামায় এবং তাকে ট্রলারে উঠানোর চেষ্টা করে। পরে প্রান্ত শরীরের ভারসাম্য হারিয়ে ফেললে পানিতে তলিয়ে যায়। 
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রান্ত নিখোঁজের বিষয়ে সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার তথ্যমতে অন্যদের আটকে অভিযান চালাচ্ছে চাঁদপুর মডেল থানা পুলিশ। 
উল্লেখ্য, প্রান্তের মরদেহ ভোলা জেলার তজমুদ্দিন উপজেলা থেকে দেড় কিলোমিটার দূরত্বে মেঘনা নদীর চরে গত (৫ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০টায় উদ্ধার করেছে কোস্টগার্ড। এর পূর্বে প্রান্ত নিখোঁজ হয় গত ২ সেপ্টেম্বর। তার পিতা মোঃ মাহবুবুর রহমান চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন গত ৫ সেপ্টেম্বর। পরে গত ৬ সেপ্টেম্বর চাঁদপুর মডেল থানায় খবর আসে ভোলা জেলার তজুমুদ্দিন থানা এলাকায় একটি মৃতদেহ পাওয়া গেছে এবং তজুমুদ্দিন থানা পুলিশ লাশের পোস্ট মর্টেমের পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।  
প্রান্ত জাতীয় শ্রমিকলীগ চাঁদপু জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত টিটিই)-এর ছেলে। তবে প্রান্ত তার মায়ের মৃত্যুর পর বড় স্টেশন রেলওয়ে ক্লাবের পেছনে তার পিতার নির্মিত ভবনে বসবাস করে আসছিলেন।

সর্বাধিক পঠিত