• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন

দলীয় নেতা নির্বাচনে অবশ্যই গণতান্ত্রিক ধারা অনুসরণ করতে হবে :ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শিগগিরই নতুন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হতে যাচ্ছি। এ নতুন সমাজ ব্যবস্থা হচ্ছে, নারী-পুরুষের সমতাভিত্তির সমাজ ব্যবস্থা। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গড়া সম্ভব। আপনারা এ সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।        আগামীদিনে বিভিন্ন কাজে নারীদের সম্পৃক্ত করে এগিয়ে আনতে আপনাদের আরো সক্রিয় হয়ে কাজ করতে হবে। দলীয় নেতা নির্বাচনে অবশ্যই গণতান্ত্রিক ধারা অনুসরণ করতে হবে। গণতন্ত্র চর্চার মাধ্যমে সংগঠনকে দাঁড় করাতে হবে দৃঢ় ভিত্তির উপর। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 
সম্মেলন উদ্বোধন করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

 

সর্বাধিক পঠিত