পুরাণবাজার ও বড় স্টেশনে শহর রক্ষা বাঁধ নড়বড়ে ॥ ঝুঁকিতে চাঁদপুর শহরবাসী
চাঁদপুর শহর রক্ষাবাঁধের বিভিন্ন স্থানের সিসি ব্লক দেবে যাওয়ায় পুরাণবাজার ও বড়স্টেশন এলাকা ভাঙ্গন-ঝুঁকিতে রয়েছে। এতে নদীর পাড়ে বসবাসকারী প্রায় লাখ লাখ মানুষ নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে। তারা বলছে, টেকসই ও মজবুত বাঁধ নির্মাণ করা না হলে যেকোনো সময় বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙ্গন রোধে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প অনুমোদনের জন্যে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই স্থায়ী কাজ নির্মাণ করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা।
চাঁদপুর শহরের নতুনবাজার ও পুরাণবাজার শহর রক্ষাবাঁধের দৈর্ঘ্য ৩৩৬০ মিটার, ১৯৭২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় এই বাঁধে ১৬৫ কোটি টাকা ব্যয় করেছে সরকার। বর্তমানে নদীর স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের বড়স্টেশন, চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি, যমুনা ঘাট, পাইলট হাউজ, মোলহেড, খেয়াঘাট, মাছঘাট, পুরাণবাজারের ব্যবসায়ী এলাকা, পশ্চিমবাজার ঠোঁডা, দেওয়ান ঘাট, হরিবিলাস সাহার বাড়ির দোল মন্দির, হরিসভা ও রনাগোয়াল স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ৩ হাজার ৩৬০ মিটার শহর রক্ষাবাঁধের মধ্যে ১০৯ মিটার ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়। এতে নদী পাড়ে বসবাসকারী মানুষের বাড়ি-ঘর, মসজিদ-মন্দির, ব্যবসা-প্রতিষ্ঠান, ইমারতসহ সাড়ে পাঁচ লক্ষাধিক লোক ভাঙ্গন আতঙ্কে রয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের ব্যবস্থাগ্রহণ করা না হলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন অনেকে। মেরামত নয়, সংস্কার নয়, টেকসই, মজবুত ও স্থায়ী বাঁধের দাবি নদীপাড়ের মানুষের।
শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশটুকু পুনর্বাসনের জন্য ৩৪শ’ ৩২ কোটি টাকার একটি ডিপিপি উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ভাঙ্গন কবলিত স্থানে ইতিমধ্যে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। জরুরি ভিত্তিতে ৪ হাজার জিও খালি ব্যাগ, ৩ হাজার বালি ভর্তি ব্যাগ ও ১৩ হাজার সিসি ব্লক মজুদ রাখা হয়েছে। তবে দ্রুত প্রকল্পটি অনুমোদন পেয়ে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করা গেলে ১১ লাখ ৩৮ হাজার ৪১৪ কোটি টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে।