• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চুরির অপবাদে কিশোরের আত্মহত্যা

প্রকাশ:  ২৪ আগস্ট ২০২২, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চুরির অপবাদে কিশোরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোডস্থ সামু গাজী বাড়িতে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন ও ওসি মুহাম্মদ আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই মোঃ শাহজাহান লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শরীফ ছৈয়ালের ছেলে মোঃ হাসান ছৈয়াল (১৬) মোবাইল চুরির অপবাদ দেয়ায় আত্মহত্যা করেছেন। হাসানের দাদী জানান, আমার নাতি মোবাইল চুরি করে নাই। চুরি করছে বলে কজনে হাতে বান দিয়ে মারছে। এজন্যে সে আত্মহত্যা করেছে।
হাসানের বাবা শরীফ জানান, আমার ছেলে আমার কথা শুনে না। তাই আমি ঘরে জায়গা দেই না। ঘটনার দিন চুরির বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে গেলে এলাকার লোকজন আমাকে সরিয়ে দেয়। পরে আমি কাজে চলে যাই। দুপুরের পরে আমার মেয়ে কল করে বলে আব্বু ভাইয়ে মারা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদর সার্কেল স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছেলেটি বখাটে। তার নামে চুরির মামলা আছে। চুরির অপবাদে কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।