আজ ভাষা সৈনিক ডাঃ এমএ গফুরের ৩য় মৃত্যুবার্ষিকী
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুরের কিংবদন্তীতুল্য নিভৃতচারী সমাজসেবক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চাঁদপুর ডায়াবেটিক ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক আলহাজ্ব ডাঃ এমএ গফুরের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ ২৩ আগস্ট বাদ জোহর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের এবাদতখানায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও সনাক-টিআইবি চাঁদপুরের উদ্যোগে বিকেলে ৪টায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম ডাঃ এম এ গফুর ২০১৯ সালের ২৩ আগস্ট ভোর ৪টার সময় ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।