• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ:  ২২ আগস্ট ২০২২, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরসভার ১২টি ওয়ার্ডে বাদ জোহর ও বাদ আছর পৃথকভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।  এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাদ জোহর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের উপস্থিতিতে পৌরসভাধীন টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোঃ আব্বাস আলী আনসারি।
বাদ আছর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে স্ব স্ব ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এগুলোতে পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী ও মোঃ আজাদ হোসেন, কাউন্সিলর সুমন তপাদার, মোঃ শাহআলম, কাজী মনির হোসেন ও হাজী কবির হোসেন কাজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা উপস্থিত ছিলেন। এছাড়াও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ছেরু মজুমদার, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী বিল্লাল হোসেনসহ পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত