• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে যুগ্ম সচিব হাবিবুর রহমান

সুন্দর সমাজ বিনির্মাণে সমাজের সকল পর্যায়ের লোকজনের অংশগ্রহণ জরুরি

প্রকাশ:  ২১ আগস্ট ২০২২, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করছি। কাজ করার ফাঁকে ফাঁকে নিজের এলাকার জন্যে কিছু করার চেষ্টা করছি। গত দুই যুগ ধরে সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে যদি এলাকার সাধারণ মানুষের সামান্য কিছু উপকার হয়, তবেই নিজেকে ধন্য মনে করবো। তবে এর জন্যে এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সমাজের সকল পর্যায়ের লোকজনের অংশগ্রহণ জরুরি। আমি জানি না সরকারি চাকুরি করে কয়জন এভাবে নিজ নিজ এলাকার জনহিতকর কাজ করেন। তবে এসব করা উচিত।
গতকাল ২০ আগস্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ ও ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান সংসদের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আহসান হাবিব নেভী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান সাউদ, আকবর হোসেন মনির, সরকারি সাবেক কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ ফরীদি, পৌর আওয়ামী লীগ নেতা রসু মিয়া প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান সহ-সভাপতি মহিউদ্দিন, একেএম সালাউদ্দিন, আমান উল্যাহ আমান, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, আইসিটি সম্পাদক গাজী মমিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, সদস্য এনামুল হক খোকন পাটওয়ারী, জসিম উদ্দিন, মেহেদী হাসান, আবদুল কাদির, আমান উল্যা খান ফারাবী, ফখরুল পাঠান প্রমুখ।
মতবিনিময় সভাশেষে যুগ্ম সচিব হাবিবুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন। এ সময় শহীদ মিনার সংস্কার স্মৃতি পাঠাগার নির্মাণ এবং সৌন্দর্য বর্ধন নিয়ে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।