• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলকারী ৩২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২২, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলকারী ৩২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতকে জরিমানা দিতে হয়েছে। এই সকল ব্যবসায়ী পৃথকভাবে দুই ভ্রাম্যমাণ আদালতকে এ সময় মোট ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা প্রদান করেন। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক। হাজীগঞ্জ বাজারের প্রধান সমস্যা যানজট নিরসনের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং বাজারে যানজটের অন্যতম প্রধান কারণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনাকালে ফুটপাত দখল রাখায় বাজারের ৩২ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ৩২টি মামলায় পৃথক পৃথকভাবে নগদ ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ১৯টি মামলায় ২৯ হাজার ৫শ’ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক ১৩টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

 

সর্বাধিক পঠিত