• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ফরিদগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ:  ০৩ আগস্ট ২০২২, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফরিদগঞ্জের বিরামপুর বাজারে অভিযান পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
২ আগস্ট মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল। তিনি জানান, মিজান ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় বাবলু সুইটমিট ফল ভাণ্ডার ও সুইটমিটকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত